সিরাজুল ইসলাম, ঝাঁপা (রাজগঞ্জ) প্রতিনিধি : রাজগঞ্জের ঝাঁপার একটি পটোল ক্ষেত থেকে নবজাতকের খণ্ডিত মাথা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) ভোরে রাজগঞ্জের ঝাঁপা গ্রামের মোড়লপাড়ায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝাঁপা পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাবুল আলম জানান, খুব সকালে ওই ক্ষেতে নবজাতকের খণ্ডিত মাথা পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি খণ্ডিত মাথার পাশেই একটি রক্তমাখা মৃত শিয়াল পড়ে আছে। ধারণা করছি, অন্য কোথাও পড়ে থাকা নবজাতকের মরদেহ শিয়াল এখানে নিয়ে আসে। পরে কুকুরের হামলায় শিয়ালের মৃত্যু হতে পারে। নবজাতকের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।