সাতীরার প্রথম করোনা জয়ী স্বাস্থ্যকর্মী মাহমুদুল হক সুমন প্রশাসনের প থেকে তাকে দেয়া হয়েছে ফুলেল শুভেচ্ছা

0
465

সাতক্ষীরা প্রতিনিধি ঃ অবশেষে প্রায় দুই সপ্তাহের অধিক সময় নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নেয়ার পর সুস্থ হয়েছেন সাতীরার প্রথম করোনা জয়ী স্বাস্থ্যকর্মী মাহমুদুল হক সুমন। যশোরের শার্শা উপজেলায় স্বাস্থ্য বিভাগের ইপিআই টেকনোশিয়ান সুমন করোনা রোগীর নমুনা সংগ্রহের কাজে নিয়োজিত ছিলেন। নমুনা সংগ্রহ করতে গিয়ে সুমন নিজেই করোনা ভাইরাসে আক্রান্ত হন। এরপর প্রশাসন তার গ্রামের বড়ি সাতীরা সদর উপজেলার রাজনগর ও শহরের উত্তর কাটিয়ায় অবস্থিত তার ভাড়া বাড়ি লকডাউন করে দেয় । এদিকে, প্রথম করোনা জয়ী সুমনের সুস্থতার খবর পেয়ে আজ শুক্রবার সকালে তার ভাড়া বাড়িতে ছুটে যান সাতীরার জেলা প্রশাসক এস.এম মোস্তফা কামাল, পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, সিভিল সার্জন ডাঃ হুসাইন শাফায়াত প্রমুখ। এ সময় প্রশাসনের প থেকে তারা তাকে ফুল ও উপহার সামগ্রী দিয়ে অভিনন্দন জানান এবং তার হাতে ছাড় পত্র দেয়া হয়। একই সাথে তার বাড়ির লকডাউন তুলে নেয়া হয়। পরপর দুটি নেগেটিভ রিপোর্ট আসায় তাকে করোনা মুক্ত ঘোষণা করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here