যবিপ্রবির ল্যাবে আরো ৫৬ করোনা রোগী শনাক্ত, যশোরের ১৭ জন

0
425

স্টাফ রিপোর্টার : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে পরীক্ষায় গত ৪৮ ঘণ্টায় নতুন করে আরো ৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ১৬৫টি নমুনা পরীক্ষা করে ৫৬টিতে করোনার অস্তিত্ব পাওয়া যায়। এর মধ্যে যশোরে ১৭ জন করোনা পজেটিভ বলে শনাক্র হয়েছে। শনিবার সকালে এই তথ্য প্রকাশ করা হয়েছে।
জানা যায়, বৃহস্পতিবার ও শুক্রবার যশোরের ৩৯ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের, চুয়াডাঙ্গার ১২৩ জনের নমুনার মধ্যে ৩৮ জনের এবং ঝিনাইদহের ৩ জনের নমুনা পরীক্ষা করে এক জনের কোভিড-১৯ পজিটিভ পাওয়া গেছে। সবমিলিয়ে যবিপ্রবির ল্যাবে গত দুইদিনে ১৬৫ জনের নমুনা পরীক্ষা করে ৫৬ জনের পজিটিভ এবং ১০৯ জনের নেগেটিভ ফলাফল এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here