শ্যামনগরে রূপান্তরের বাস্তবায়নে বিড়ালাক্ষী সততা নারী দলের নানামুখী কার্যক্রম

0
400

শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগরে ওয়াটার এইড বাংলাদেশের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা রূপান্তরের বাস্তবায়নে করোনা ভাইরাস মোকাবেলায় আটুলিয়া বিড়ালাক্ষী সততা নারী দল নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করেছে। শনিবার সকাল দশটায় রূপান্তর স্থাপিত বিড়ালাক্ষী সততা নারী দল পরিচালিত অত্র গ্রামের রিভার্স ওসমোসিস (আর.ও) প্লান্ট চত্বরে সংগঠনের সভাপতি খাদিজা খাতুনের সভাপতিত্বে করোনা ভাইরাস মোকাবেলায় পরিচ্ছন্নতা অভ্যাস গড়ে তোলার জন্য হাত ধোয়ার পদ্ধতি ও কৌশল, পরিস্কার পানির উৎসের পাশে জীবাণুনাশক স্প্রে সাবান পানি বিতরন কার্যক্রম, এবং হাত ধোয়ার জন্য সল্প ব্যায়ে টিপি ট্যাপ বা ডেমো স্টেশন স্থাপন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয় ও উপরিউক্ত কার্যক্রম গুলো উক্ত স্থানেই করা হয়। সমগ্র অনুষ্ঠানে উপস্থিতছিলেন রুপান্তর প্রতিনিধি চলমান প্রকল্পের সুপারভাইজার মোঃ শাহিনুর ইসলাম॥ সমগ্র কার্যক্রমটি সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধী মেনে করা হয়। উল্লেখ্য রুপান্তর এই ধরনের কার্যক্রম শ্যামনগরের বিভিন্ন ইউনিয়নে তাদের বাস্তবায়নে স্থাপিত বিভিন্ন কমিউনিটি ক্লিনিকের নিরাপদ পানির উৎস, রিভার্স ওসমোসিস (আর.ও) প্লান্ট সহ বিভিন্ন পি এস এফ স্থানে অনুষ্ঠিত করে আসছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here