শ্রমিক নেতা নসু শেখের মোটর শ্রমিকদের মাঝে আর্থিক সহায়তা

0
420

মালেকুজ্জামান কাকা, যশোর : যশোর জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজি: নং- বি ৯১৮ এর শ্রমিক নেতা, শেখ এন্টার প্রাইজের প্রোপাইটর নসু শেখ পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে আর্থিক সহায়তা দিয়েছেন। শনিবার বিকালে উল্লেখিত সংগঠনের জামদিয়া ধলগা রাস্তার মোড় শাখা কার্যালয়ে ৪১ জন দরিদ্র অসহায় শ্রমিকের মাঝে তিনি আর্থিক সহায়তা প্রদান করেন।
এসময় শ্রমিক নেতা নসু শেখের সাথে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর জেলা আওয়ামী মোটর চালক লীগের সাংগঠনিক সম্পাদক নান্নু শেখ, সদর উপজেলা আওয়ামী মোটর চালক লীগের সভাপতি তৈয়ব হোসেন উপস্থিত ছিলেন। যশোর জেলা ট্রাক, ট্রাক্টর কাভার্ডভ্যান, ট্যাংকলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়ন রেজি: নং- বি ৯১৮ এর জামদিয়া ধলগা রাস্তার মোড় শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান হীরু, সাধারন সম্পাদক আবুল কালাম আজাদসহ অর্ধশত দরিদ্র অসহায় মোটর শ্রমিক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রতিষ্ঠান শেখ এন্টারপ্রাইজের প্রোপাইটর নসু শেখ এর আগে গত ১১ মে যশোর শহরের খাজুরা ট্রাক টার্মিনালে ৬০০ দরিদ্র অসহায় মোটর শ্রমিক ও তাদের পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here