সাতক্ষীরার কলারোয়ায় খাদ্য সামগ্রী বিতরণ করলেন বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব

0
422

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কলারোয়া করোনা ভাইরাসের কারনে কর্মহীন হয়ে পড়া অসহায়-দুস্থ সাড়ে ৪’শ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে খাদ্য ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বিতারণ করা হয়েছে। উপজেলার কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র উদ্যোগে শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উক্ত খাদ্য সামগ্রী বিতরন করেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা সম্পাদক ও সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব।
কুশোডাঙ্গা ইউনিয়ন বিএনপি’র সভাপতি অধ্যাপক শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে খাদ্য সামগ্রী বিতরণ কালে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুর রশিদ মিয়া, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত অধ্যক্ষ রইচ উদ্দিন, উপজেলা কৃষক দলের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আশরাফ হোসেন, উপজেলা যুবদলের সভাপতি শেখ আব্দুল কাদের বাচ্চু, সাধারন সম্পাদক এম এ হাকিম সবুজ, যুবনেতা কে এম আশরাফুজ্জামান পলাশ প্রমুখ। প্রধান অতিথি বিএনপি নেতা হাবিব এ সময় সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here