সাতক্ষীরা প্রতিনিধি ঃ করোনা ভাইরাসের প্রভাবে কর্মহীন হয়ে পড়া ৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। শনিবার বেলা ১১টায় জেলা পরিষদ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে উক্ত খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাতক্ষীরা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ছাদেকুর রহমান, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সৈয়দ আমিনুর রহমান বাবু, জেলা পরিষদের সদস্য মো. আল-ফেরদাউস আলফা, মাহফুজা রুবি, এ্যাড. শাহনওয়াজ পারভীন মিলি, আসাদুজ্জামান সেলিম, মহিতুর রহমান প্রমুখ।
এ সময় প্রতিটি পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ৪০০ গ্রাম সেমাই, লাচ্চা সেমাই ১ প্যাকেট, চিনি ৫০০ গ্রাম ও তেল ৫০০ গ্রাম বিতরন করা হয়।