ঈদুল ফিতর উপলক্ষে মণিরামপুরে ইয়াকুব আলীর নগদ অর্থ ও বস্ত্র বিতরণ

0
438

‘মনে করিলাম পুরোনো কাপড় পরেই নামাজ পার করতি হবে, এখন নতুন কাপড় পায়ে খুব ভাল লাগতেছে। আল্লা ইয়াকুবকে অনেকদিন বাঁচায় রাহুক। আল্লা তারে আরো ধন-দৌলত বাড়ায় দিক, আল্লার কাছে এই দুয়া করি’ এ রকম নানা অভিব্যক্তি প্রকাশ করছিলেন মণিরামপুর উপজেলার রামনগর গ্রামের সত্তরোর্দ্ধ আকলিমা বেগম।
প্রতি বছরের ন্যায় এবারও পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে অত্র উপজেলার অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে যশোরের সিটি প্লাজার চেয়ারম্যান এস এম ইয়াকুব আলী নগদ অর্থ ও ঈদ বস্ত্র বিতরণ করেন। রোববার পৈত্রিক নিবাস আগরহাটি গ্রামে নগদ অর্থ ও বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবক আলহাজ্ব জবেদ আলী সরদার, ব্যবসায়ী বাবলুর রহমান, জিয়াউর রহমান, রিপন হোসেন, খালিদ নোমান, নাজমুল ইসলাম টুটুল প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here