খাজুরায় দরিদ্র মানুষের মাঝে মাসুমের ঈদ উপহার বিতরণ

0
413

খাজুরা (যশোর) প্রতিনিধি : যশোরের খাজুরার বন্দবিলা ইউনিয়নে ২ শতাধিক দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। রোববার স্থানীয় মথুরাপুর যুব সেবা সংঘের সভাপতি ও তরুণ সমাজসেবক মাসুম রেজা খান নিজস্ব অর্থায়নে এ উপহার প্রদান করেন। এদিন ইউনিয়নের মথুরাপুর, তেলীধান্যপুড়া, পান্তাপাড়া, চন্ডিপুর, কেশবপুর, ধান্যপুড়া, মির্জাপুর, সেকেন্দারপুর, চাঁপাতলা, বন্দবিলা ও নিমটা গ্রামে দরিদ্র মানুষের বাড়ি বাড়ি গিয়ে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে রয়েছে সেমাই, চিনি, গুড়া দুধ, বাদাম ও কিচমিচ। এর আগে মাসুম ইউনিয়নে খাদ্য সংকটে ঘরবন্ধি ৪ শতাধিক পরিবারকে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সহায়তা ও শতাধিক পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছেন। জনসেবার ব্রত নিয়ে দিন-রাত কাজ করে যাচ্ছেন তিনি। নিজের প্রতিষ্ঠিত ওই সংগঠনের সদস্যদের সহযোগিতায় করোনা প্রতিরোধে জীবানুনাশক ঔষধ স্প্রে, সাবান ও সচেতনামূলক লিফলেট বিতরণ কর্মযজ্ঞ চালিয়ে যাচ্ছেন মাসুম। তার এ কর্মকান্ড অব্যাহত থাকবে বলে জানান তিনি। সামাজিক দুরত্ব বজায় রেখে রোববার ঈদ সামগ্রী বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের সম্পাদক সাধন দত্ত, সদস্য নায়েব আলী, জসিম উদ্দীন, বাদশা মিয়া প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here