মিশন আলী,স্টাফ রিপোটার,কালীগঞ্জ (ঝিনাইদহ) ঃ ঝিনাইদহের কালীগঞ্জে করোনা আক্রান্ত মোট ৯ জন রোগীর মধ্যে ৬ জনকে করোনা জয়ী ঘোষণা করেছে ঝিনাইদহ সিভিল সার্জন অফিস। এ উপলক্ষ্যে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে রোববার সকালে করোনা জয়ীদের ফুল ও ফল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। রোববার সকালে উপজেলার ৬ জন করোনা রোগীকে সুস্থ ঘোষণা করেন ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম।
করোনা জয়ীদের শুভেচ্ছা জানানো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শামীমা শিরিন, আরএমও ডা. সুলতান আহমেদ প্রমুখ। সুস্থ হওয়া ব্যক্তিরা হলেন, ঝিনাইদহ সদর হাসপাতালের চিকিৎসক ডা. আব্দুল্লাহ হিল কাফী, কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডেন্টাল সার্জন ডা. রাশেদুল ইসলাম, স্বাস্থ্য কমপ্লেক্সের নার্স রাজিয়া সুলতানা, মোল্লাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম, খোশালপুর গ্রামের জালাল উদ্দিন ও রঘুনাথপুর গ্রামের পারুল বেগম। এরমধ্যে মোল্লাডাঙ্গা গ্রামের সাইফুল ইসলাম প্রথম করোনা রোগী শনাক্ত হন। সিভিল সার্জন অফিস সুত্রে জানা গেছে, এ পর্যন্ত ৪৯২ টি নমুনা রিপোর্টের মধ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৪৩ জন। ১৪ দিনের আইসোলেশন শেষে ১৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। সুস্থ হওয়ার মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ৭ জন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন, শৈলকুপা উপজেলায় ১ জন ও মহেশপুর উপজেলায় ১ জন রয়েছেন। ঝিনাইদহ সিভিল সার্জন ডাঃ সেলিনা বেগম জানান, এ পর্যন্ত স্বাস্থ্য বিভাগের ৫ জনসহ মোট ১৫ জনকে সুস্থ ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কালীগঞ্জ উপজেলায় দুই চিকিৎসকসহ ৬ জন রয়েছেন। সুস্থ হওয়া ব্যক্তিদের এখনো সাবধানে থাকতে হবে। এ ভাইরাস আবার যে আক্রমণ করবে না এর কোন নিশ্চয়তা নেই। সচেতন হলেই করোনা প্রতিরোধ করা সম্ভব।