নড়াইলে সদ্য যোগদানকৃত ডাক্তার স্বপ্না রায় করোনায় আক্রান্ত!!

0
433

(জেলা প্রতিনিধি) নড়াইল : নড়াইলে সদ্য যোগদানকৃত ডাক্তার স্বপ্না রায় করোনায় আক্রান্ত হয়েছেন। আজ রবিবার বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইলের সিভিল সার্জন আব্দুল মোমেন। গত ১২ মে নড়াইল জেলায় নবনিযুক্ত ১১ জন ডাক্তার যোগদান করেন। ডা. স্বপ্না রায় তাদের একজন। আজ রবিবার সিভিল সার্জন অফিস থেকে প্রাপ্ত রির্পোটে জানা গেছে, এ পর্যন্ত জেলায় ৫০৪ টি নমুনার মধ্যে ৩২৫টির রিপোর্ট এসেছে । এর মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ১৬ জন। ইতোমধ্যে ১৩ জনকে করোনাভাইরাসমুক্ত ঘোষণা করা হয়েছে। এরমধ্যে কালিয়া উপজেলার চোরখালী বিশজিৎ রায় চৌধুরীর মৃত্যু হয়েছে । নড়াইলে হোম কোয়ারেন্টাইনে ছিল ১৪৯৩ জন। এর মধ্যে ছাড়পত্র পেয়েছেন ১৩৩৫ জন। আইসোলেশনে আছেন দুইজন এবং ইতোমধ্যে আইসোলেশন থেকে ছাড়পত্র পেয়েছেন ৩১ জন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here