শহরের নীলগঞ্জ সুপারী বাগান থেকে মোটর সাইকেল চুরি তদন্ত করে ৬ দিন পর মামলা হিসেবে নথিভূক্ত

0
515

যশোর অফিস : শহরতলী নীলগঞ্জ সুপারী বাগান জুয়েল রানার বাড়ি হতে মোটর সাইকেল চুরির অভিযোগ ৬ দিন পর কোতয়ালি মডেল থানায় এজাহার হিসেবে নথিভূক্ত হয়েছে। মাগুরা জেলার শালিখা উপজেলার কাদিরপাড়া গ্রামের বর্তমানে যশোর নীলগঞ্জ সুপারী বাগান মাহাতাব উদ্দিন মুন্নার বাড়ির ভাড়াটিয়া মোখলেছুর রহমানের ছেলে জুয়েল রানা জানান,গত ৯ মে রাত ১০ টার পর থেকে ভোর ৪ টার মধ্যে যে কোন সময় একদল সংঘবদ্ধ চোর উক্ত বাড়ির সিড়ি ঘরে থাকা একটি হাং মোটর সাইকেল যার মূল্য ১লাখ ৬৩ হাজার টাকা তালা খুলে কৌশলে পালিয়ে যায়। ১০ মে কোতয়ালি মডেল থানা অভিযোগ দায়ের করার পর তদন্ত পূর্বক শনিবার ১৬ মে রাতে মামলা হিসেবে নথিভূক্ত করা হয়।#

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here