নড়াইলের এমপি মাশরাফির ব্রেসলেটটির নিলামের ৪২ লাখ টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে দেশের দুস্থ মানুষের জন্য ব্যয় হবে

0
431

(নড়াইল জেলা) প্রতিনিধি॥ নড়াইল-২ আসনের সংসদ সদস্য ক্রিকেট তারকা মাশরাফি বিন মোর্ত্তজার ব্যবহার্য নামখচিত ব্রেসলেটটি নিলামের মাধ্যমে বিক্রি হওয়া ৪২ লাখ টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় কর্মহীন হয়ে পড়াদেশের মানুষের জন্য ব্যয় করা হবে। নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণসম্পাদক তরিকুল ইসলাম অনিক সোমবার দুপুরে চিত্রা রিসোর্টে সাংবাদিকদের এ
তথ্য জানান। রোববার (১৭মে) রাত ১২টার দিকে মাশরাফির এ ব্রেসলেটটি কিনেনেন বাংলাদেশ লিজিং এন্ড ফাইনান্স কোম্পানি এসোসিয়েশন । নিলাম শেষে এ প্রতিষ্ঠানের চেয়ারম্যান মোঃ মমিনুল ইসলাম দীর্ঘ ১৮ বছরের অনেকসুখ-দুঃখের অবিচ্ছেদ্য সঙ্গী ‘মাশরাফি নামাংকিত’ এই ব্রেসলেটটি মাশরাফিকেউপহার হিসেবে ফেরত দেন।নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম অনিকসাংবাদিকদের আরো বলেন, নিলামের ৪২ লাখ টাকা নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনের মাধ্যমে করোনায় ক্ষতিগ্রস্থদের সাহায্যার্থে ব্যয় করার কথা জানিয়েছেনফাউন্ডেশনের চেয়ারম্যান মাশরাফি বিন মোর্ত্তজা। এছাড়া ব্রেসলেটটি ক্রয়েরজন্য বিএলএফসিএ’র চেয়ারম্যান মোঃ মোমিনুল ইসলামকে ধন্যবাদ জানিয়েছেনতিনি। এ অর্থ নিষ্ঠা ও সততার সাথে করোনায় ক্ষতিগ্রস্থদের পেছনে ব্যয় করাহবে বলে জানান। এ সময় উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ মীর্জা নজরুলইসলাম, কামরুল আলম, ই¯্রাফিল খবির রাজু, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগেরযুগ্ম সাধারণ সম্পাদক ও শহীদুল্লাহ হলের ভিপি হোসাইন আহম্মেদ সোহান, আবু বকর সিদ্দিক প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here