সাতীরায় নতুন করে আরো ২৪ জন করোনা শনাক্ত, এনিয়ে জেলায় মোট ২৮ জন করোনা আক্রান্ত, সুস্থ হয়েছেন একজন

0
421

সাতীরা প্রতিনিধি ঃ সাতীরায় নতুন করে আরো ২৪ জনের করোনা শনাক্ত হয়েছে। রোববার সন্ধ্যায় খুলনা পিসিআর ল্যাব থেকে পাওয়া নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানানো হয়। করেনানা পজিটিভ ব্যক্তিদের মধ্যে দেবহাটা উপজেলায় ২৩ জন ও আশাশুনি উপজেলায় একজন। করোনা আক্রান্ত এসব ব্যক্তিদের বর্তমানে হোম আইসোলেশনে রাখা হয়েছে। এদিকে, স্থানীীয় প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে তাদের বাড়িসহ তাদের আশেপাশের প্রায় ৮০ টি বাড়ি লক ডাউন করা হয়েছে। সেখানে টানানো হয়েছে লাল পতাকা। এনিয়ে সাতক্ষীরায় আজ পর্যন্ত মোট ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। সুস্থ হয়েছেন একজন মেডিকেল টেকনোশিয়ান।
সাতীরা সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ জয়ন্ত সরকার জানান, আজ পর্যন্ত জেলায় মোট ৬২৩ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। ইতিমধ্যে ৩৮৯টি নমুনার পরীক্ষার রিপোর্ট তাদের কার্যালয়ে এসে পৌছেছে। এর মধ্যে ২৮ জনের রিপোর্ট পজিটিভ ও বাকী সব নেগেটিভ এসেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here