কেশবপুরে সাবেক মেয়র আব্দুস সামাদের অর্থায়নে সংবাদপত্র হকার্সদের মাঝে খাদ্য বিতরণ

0
472

উদয় শংকর সিংহ, কেশবপুর (যশোর) প্রতিনিধি ॥ কেশবপুরে করোনা ভাইরাস প্রতিরোধে তিগ্রস্থ সংবাদপত্র হকার্সদের মাঝে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের ব্যক্তিগত অর্থায়নে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস তার নিজস্ব বাসভবনের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে সংবাদপত্র হকার্সদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক মেয়রের সহধর্মীনি সেলিনা বিশ্বাস, সাবেক পৌর কাউন্সিলর বিএনপিনেতা কুতুব উদ্দীন বিশ্বাস, বিএনপিনেতা বুলু বিশ্বাস, আব্দুল হালিম, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা জাহাঙ্গীর কবির মিন্টু, ছাত্রদল নেতা হাবিবুর রহমান ইমন, ডালিম হোসেন, এস এম ফারুক হোসেন, শাকিলুর রহমান সোহান, মেহেদী হাসান সুমন, আজিমুজ্জামান রাসেল, সুজন প্রমুখ। আব্দুস সামাদ বিশ^াস বলেন, দেশ নেত্রী বিএনপি চেয়ারপারর্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নিদেৃশনায় তিনি পৌর এলাকার ১২ শ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান কাজ অব্যহত রেখেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here