যশোর প্রতিনিধি : যশোরে ৭৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন সংসদ সদস্য কাজী নাবিল আহমেদ। মঙ্গলবার সকালে তাঁর বাসভবন থেকে ত্রাণ বিতরণ করা হয়।
আওয়ামী মটর চালকলীগসহ দেয়াড়া, চাঁচড়া, রামনগর, নরেন্দ্রপুর ইউনিয়ন এই ৭৫০ প্যাকেট ত্রাণ দেয়া হয়। প্রতি প্যাকেটে চাল, ডাল, আলু, তেল, ছোলা, লবণ, সেমাই, চিনি, সাবান দেয়া হয়।
কাজী নাবিল আহমেদের পক্ষে ত্রাণ বিতরণ করেন সদর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান মিন্টু।
এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মুনির হোসেন টগর, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শেখ রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মঈন উদ্দিন মিঠু, শিক্ষা ও পাঠাগার সম্পাদক আলাদ্দিন মুকুল, জেলা যুবমহিলা সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক শেখ ইনামুল কবীর, আওয়ামী লীগ নেতা মোস্তাফিজুর রহমান মুকুল, লুৎফুল কবির বিজু, ছাত্রলীগ নেতা বিপ্লব দে শান্ত প্রমুখ।