যশোরে ৩৫টি প্রবেশদ্বারে পুলিশি চেকপোষ্ট : মামলা শতাধিক

0
437

যশোর প্রতিনিধি : যশোর শহর, শহরতলী এবং জেলার প্রবেশদ্বারে প্রায় ৩৫টি স্থানে পুলিশ চেকপোস্ট বসিয়েছে। করোনার কারণে যশোর শহর ও জেলায় যাতে বাইরে থেকে আসতে না পারে তার জন্য এ চেকপোষ্ট বসানো হয়েছে। এ আদেশ অমান্য করায় প্রায় ১ শ মামলা দেয়া হয়েছে।
জনসাধারণে অবাধ চলাচল থেকে বিরত রাখার জন্য যশোর শহরের চাঁচড়া, মুড়লি, মনিহার, খাজুরা বাসস্টান্ড, পালবাড়ি, আরবপুর, দড়াটানা এবং যশোর নড়াইল রোডে, যশোর খুলনা রোড, যশোর সাতক্ষীরা রোডের প্রায় ৩৫টি স্থানে পুলিশ চেকপোষ্ট বসানো হয়েছে।
যশোরের অতিরিক্ত পুলিশ গোলাম রব্বানী শেখ এ চেকপোস্টের তদারকি করছেন। মঙ্গলবার তিনি দড়াটানায় তদারকি করেন। তিনি জানান, যশোর শহর, শহরতলী ও জেলার সীমান্তবর্তী স্থানে চেকপোষ্ট বসিয়ে অবাধে যাতায়াত বিরত করানো হচ্ছে। অবৈধ যাতায়াত করায় প্রায় ১শ টি মামলা দেয়া হয়েছে।
যশোর পুলিশ যশোরকে করোনামুক্ত করতে সরকারের নির্দেশনা বাস্তবায়ন করার প্রয়োজনীয় ব্যবস্থা বাস্তবায়ন করা হচ্ছে।
তিনি আরো বলেন, খুব প্রয়োজন না হলে বাইরে বের না হয়ে ঘরের মধ্যে থাকতে বলা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here