ঈদুল ফিতর উপলক্ষে সাতক্ষীরায় ৫০০ পরিবারের মাঝে উপহার সামগ্রী বিতরন

0
482

সাতক্ষীরা প্রতিনিধি ঃ করোনা পরিস্থিতি মোকাবেলা ও পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কর্মহীন ৫০০ পরিবারে সাতক্ষীরায় ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। শহরের মধুমল্লারডাঙ্গী এলাকায় শুক্রবার সকালে শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার উদ্যোগে এ ঈদ উপহার সামগ্রী প্রদান করা হয়। এসময় মধুমল্লারডাঙ্গী উন্নয়ন কমিটি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদ পৌর শাখার সভাপতি শেখ নুরুল হকের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ’র চেয়ারম্যান মো. নজরুল ইসলাম, সদর উপজেলা পরিষদ’র চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু প্রমুখ।
সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা সিটি কলেজের অধ্যক্ষ আবু সাঈদ, অধ্যক্ষ আনোয়ারুল হক, তালা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অলোক কুমার তরফদার, সহকারী সেটেলমেন্ট অফিসার মো. আব্দুস সেলিম, জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক মশিউর রহমান বাবু প্রমুখ। এ সময় বক্তারা সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে ঘরে থাকার আহবান জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here