(নড়াইল জেলা) প্রতিনিধি : নড়াইল বাসীকে ঈদুল ফিতরের শুভেচ্ছা পুলিশ সুপার জসিম উদ্দিন। নড়াইল জেলাসহ দেশ ও দেশের বাইরের সকলকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন,নড়াইলের পুলিশ সুপার মো:জসিম উদ্দিন পিপিএম (বার)। ইতিমধ্যে সারা দেশের ন্যায় নড়াইলে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মধ্যে একাধীকবার নড়াইল জেলা পুলিশ খাদ্যসামগ্রী বিতরণ করেছেন।
এদিকে ঈদ কে সামনে রে ঈদ উপহার ও করোনা প্রতিরোধে সাংবাদিক”রা সম্মুখের সহযোদ্ধা বলে আক্ষায়ীত করেছেন। দেশের নেয় নড়াইলেও করোনা ভাইরাসের প্রভাব পড়ায় দিন রাত নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন,পুলিশ সুপার জসিম উদ্দিন।
নড়াইল জেলার প্রতিটি থানা থেকে নড়াইল জেলা পুলিশের নিজ অর্থে অসহায় দের মধ্যে এ খাদ্যসামগ্রী বিতরণ করেন।পুলিশ সুপার জসিম উদ্দিন পিপিএম (বার) এর কাছে এমন মহতীউদ্দগের বিষয় জানতে চাইলে তিনি জানান,কর্মহীন হয়ে পড়া অসহাদের জন্য কিছু করতে পারা সবার গর্বের ব্যপার। টাকা পয়সা কম বেসি সবারই আছে কিন্তু এ মহামারী বিপদের সময় উপকার সবাই করতে পারে না,এজন্য সবাই আজ এই বিপদের সময় কর্মহীন অসহাদের পাশে এসে দাড়াতে আহব্বান জানান তিনি।সবাই ঘরে থাকুন নিরাপদে থাকুন,নিজে ও পরিবার কে সুস্থ্য রাখুন,দেশের মঙ্গ করুন। বেচে থাকলে আবারও ঈদ আনন্দ করতে পারবো, এজন্য আপনারা কেউ জেলার বাইরে জাবেন না।