৮০ জন সুবিধা বঞ্চিত শিশু ও পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেন “চিলড্রেন’স হ্যাভেন “

0
411

চিল্ড্রেন’স হ্যাভেন যশোরের আয়োজনে শুক্রবার নিজস্ব কার্যালয়ে ৮০ জন সুবিধা বঞ্চিত শিশু এবং পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়। এসকল সুবিধা বঞ্চিত শিশুদেরকে ঈদের জামা কাপড় দেওয়া হয়।তাছাড়াও তাদের প্রত্যেকের পরিবারের জন্য ঈদ উপহার সরুপ পোলাওর চাল, তেল, মুরগীর মাংস, দুই প্রকারের সেমাই, দুধ, চিনি,নুডুলস, লবন দেওয়া হয়।
এছাড়াও প্রতিবছরের ন্যায় শিশুদের জন্য গিফট বক্স নামক এই বক্সে চকলেট, বেলুন, ব্রাশ, পেস্ট, সাবান, শ্যাম্পু দেওয়া হয়ে থাকে।উক্ত প্রোগ্রামের অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যশোর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর জাহাঙ্গীর আলম শাকিল।
উক্ত প্রোগ্রামটি পরিচালনা করেন, চিলড্রেন’স হ্যাভেন যশোর শাখার সভাপতি হুমায়ূন কবির। এছাড়াও সেচ্ছাসেবী হিসেবে উপস্থিত ছিলেন, রঞ্জু, উপমা, ঐশী,তাজ, রাকিব, অর্ক,কাইফ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here