মেহেদী হাসান, মণিরামপুর ॥ সহায় সম্বল বলতে ছয়কাঠা জমির উপরে টিনের একটি খুপরিতে ১২জনের পরিবার নিয়ে দিনমজুর অমল তরফদারের (৫৫) মাথা গোঁজার ঠাঁই। সম্প্রতি যশোরের মণিরামপুরের উপর দিয়ে বয়ে যাওয়া ভয়ংকর ঘূর্ণিঝড় আম্ফান সেই ঠাঁই টুকু কেড়ে নিয়েছে তার। এখন খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটছে পরিবারটির। অমল মণিরামপুরের হেলাঞ্চি গ্রামের তরফদার পাড়ার মৃত অনন্ত তরফদারের ছেলে। তিন ছেলে, স্বামীহারা দুই মেয়ে, পুত্রবধূ ও নাতি-নাতনিসহ কষ্টের সংসার অমলের। অমল ও তার তিন ছেলে দিনমজুরি করে সংসার চালান। এক টুকরা ভিটেমাটি ছাড়া মাঠে চাষের কোন জমি নেই। নিত্যসংগ্রাম করে ১২জনের জীবন চললেও তাদের সহযোগীতায় কখনো এগিয়ে আসেননি জনপ্রতিনিধি বা সমাজপতিদের কেউ। করোনাকালীন দুর্যোগে কর্মহীন পরিবারটি পায়নি সরকারি একমুঠো চালও। অমলের স্ত্রী লক্ষ্মী রানী বলেন, গত ২০ মে রাতভর চলা ঝড়ে ঘরের চাল উড়ে যায়। তখন থেকে পাশে ভাগ্নে জামাই বিমলের বাড়িতে থাকছি। ভাত জুটাতি পারিনে,তা টিন কিনব কি দিয়ে! কোন রকম ছেড়া টিন জোড়াতালি দেওয়ার চেষ্টা করছি। ঘর উড়ে গেলি মেম্বর সাধন দাসের কাছে গিলাম। সে বলল,আমারটাও (মেম্বরের ঘর) উড়ে গেছে। হেলাঞ্চি একই পাড়ায় খুপরিতে থাকতেন স্বামী-সন্তান হারা বিধবা কবিতা রানী (৬০)। ক্যান্সারে কবিতার স্বামী খোকন মন্ডলের প্রাণ গেছে চার বছর আগে। বড় ছেলে উজ্জ্বল গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। ছোট ছেলে নিতাই বৃদ্ধা মায়ের খোঁজ নেয় না। ভিক্ষা করে যা পান তাই এনে খুপরিতে মাথা গোঁজতেন তিনি। আম্ফান তার আশ্রয়টুকুও কেড়েছে। একই ঝড় মাথা গোঁজার ঠাঁই কেড়েছে খেদাপাড়া ইউপির রঘুনাথপুর গ্রামের মৃত মানিক মল্লিকের প্রতিবন্ধী ছেলে জীবন মল্লিকের। আম্ফানে ঘরের চাল উড়ে যাওয়ায় স্ত্রী ও সন্তানকে নিয়ে বারান্দায় দিন কাটছে তার। আম্ফানে ঘরের চাল উড়ে মানবেতর জীবন কাটছে রোহিতা ইউপির পট্টি গ্রামের ভ্যান চালক জামাল উদ্দিন, সেলুন কর্মী এনামুল, দিনমজুর শরিফুল ইসলাম ও প্রতিবন্ধী আবুল কাশেমের। শুক্রবার (২৯ মে) সরেজমিন এলাকাগুলো ঘুরে দেখা গেছে, ক্ষতিগ্রস্থ পরিবারগুলো আম্ফানের ক্ষতি কাটিয়ে এখনো ঘুরে দাঁড়াতে পারেনি। স্থানীয় রোহিতা ইউপির এক নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আমিনুর রহমান বলেন, ঘূর্ণিঝড়ে আমার ওয়ার্ডে অনেকের ঘর উড়েছে। তারমধ্যে শরিফুল, কাশেম, জামাল ও এনামুল এখনো ঘর ঠিক করতে পারেনি। সরকারি সহায়তা এদের খুবই দরকার। মণিরামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসের উপ-সহকারী প্রকৌশলী গোলাম সরোয়ার বলেন, আম্ফানে প্রায় ১৪ হাজার ৮০০ কাঁচা ঘরবাড়ি ক্ষতিগ্রস্থ হয়েছে। আমরা ক্ষতিগ্রস্থদের তালিকা জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিসে জমা দিয়েছি। মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আহসান উল্লাহ শরিফী বলেন, ইতিমধ্যে ডিসি স্যারের পক্ষ থেকে মণিরামপুরে ৩০০ বান্ডিল টিন ও দশ লক্ষ টাকা বরাদ্দ এসেছে। ঝড়ে যারা বেশি ক্ষতিগ্রস্থ অগ্রাধিকার ভিত্তিতে তারা আগে সহায়তা পাবে।
লোপাট হওয়া ৩ হাজার ১৫ বস্তা সরকারি সার যশোর ডিবির অভিযানে উদ্ধার,আটক তিন
শহিদ জয়,যশোর : যশোরের অভয়নগর থেকে লোপাট হওয়া ৩হাজার ১৫ অবস্থা সরকারি সার উদ্ধার করেছে যশোর ডিবি পুলিশ। এ সময় ঘটনার সাথে জড়িত থাকার...
ডেবিল হান্টে ব্যার্থ চৌগাছা থানার পুলিশ: বেড়েছে হত্যা, চুরি ও ধর্ষণ
রায়হান হোসেন, চৌগাছা পৌর প্রতিনিধিঃ চলমান অপারেশন ডেভিল হান্টে রীতি মতো ব্যর্থ হয়েছে যশোরের চৌগাছা থানার পুলিশ। দেড় মাস পার হলেও উপজেলায় কোনো ডেবিলকে...
নড়াইলে সাবেক মেয়র যুবলীগ সেক্রেটারি কারাগারে
নড়াইল প্রতিনিধি : নড়াইলে ছাত্র আন্দোলনে হামলা, সাবেক মেয়র আঞ্জুমান আরা ও যুবলীগ সেক্রেটারি খোকন সাহা কারাগারে। নড়াইলে বৈষম্য বিরোধী ছাত্র–জনতার মিছিলে গুলি, বোমা...
শার্শায় পাওনা টাকা চাওয়ায় বৃদ্ধাকে পিটিয়ে হত্যা মামলার আসামী আটক
শহিদুল ইসলাম : যশোরের শার্শার বাগআঁচড়া ইউনিয়নের পিঁপড়াগাছী গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে রহিমা খাতুন(৭৪) নামের সেই বৃদ্ধা হত্যা মামলার পলাতক প্রধান আসামী...
অব্যববহৃত টিউবলাইট, বাল্ব, রঙিন বোতল দিয়ে তৈরি হচ্ছে খেলনা ,শো-পিচ আপণ মনে অনন্য শিল্পকর্ম...
রাহাত আলী,মনিরামপুর(যশোর) : যশোরের মনিরামপুর পৌর শহরের তাহেরপুর গ্রামের সাজ্জাদ হোসেন নামের এক যুবক পুরানো ও অব্যবহৃত কাচের বৈদ্যুতিক টিউবলাইট, বাল্ব, কাচের বিভিন্ন রঙিন...