স্টাফ রিপোর্টার : জন্মদাতা পিতা কর্তৃক কিশোরী মেয়ে শ্লীলতাহানীর অভিযোগে অবশেষে মাতা বাদি হয়ে কোতয়ালি মডেল থানায় শনিবার ৩০ মে সকালে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। মামলায় আসামী করা হয়েছে স্বামী যশোরের বেনাপোল পোর্ট থানার অন্তর্গত ছোট আঁচড়া গ্রামের বর্তমানে যশোর শহরের শংকরপুর ফিরোজ মিয়ার বাড়ির ভাড়াটিয়া মৃত সাহেব আলীর ছেলে শফিকুল ইসলামকে।
শ্লীলতাহানীর শিকার ৬ষ্ঠ শ্রেনীর শিক্ষার্থী (১৩) কিশোরীর বর্নণা মতে তার মা দায়েরকৃত এজাহারে বলেছেন,গত ১৫ মার্চ সকাল ৯ টায় শফিকুল ইসলাম বাড়িতে স্ত্রী না থাকার সুযোগে নিজ মেয়ে কিশোরীর শরীরের স্পর্শ কাতরস্থানে হাত দিয়ে যৌন চরিতার্থ করার চেষ্টা চালায়। বিষয়টি কিশোরী তার মাকে জানালেও স্বামী শফিকুল ইসলামকে এহেন কর্মকান্ড থেকে বিরত রাখতে পারেনি। এর পর গত ৯ এপ্রিল কিশোরী তার মায়ের সাথে ঘরের মধ্যে ঘুমিয়ে ছিল। গভীর রাত ১ টায় উক্ত শফিকুল ইসলাম বারান্দা থেকে ঘরের মধ্যে ঢুকে নিজ মেয়ের পরনের স্যালোয়ার খুলার চেষ্টা করলে মেয়ে চিৎকার দিলে স্ত্রী জেগে ওঠে। পরে বিষয়টি জানাজানির এক পর্যায় শুক্রবার ২৯ মে কোতয়ালি মডেল থানায় খবর দিলে পুলিশ গিয়ে শফিকুল ইসলামকে গ্রেফতার ও কিশোরী মেয়েকে উদ্ধার করে। শনিবার ৩০ মে কিশোরীর ২২ ধারার জবানবন্দি আদালতে গ্রহন করা হয়েছে বলে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই কাইয়ূম মুন্সী জানিয়েছেন।তিনি আরো জানান, শফিকুল ইসলামকে আদালতে সোপর্দ করা হয়েছে।