যশোরে নেশা করার টাকা না দেওয়ায় বাবা মা ও বোনকে মারপিট ও হত্যার চেষ্টায় যুবক গ্রেফতার

0
504

স্টাফ রিপোর্টার : নেশা করতে চাহিদা মোতাবেক টাকা না পেয়ে কুলাঙ্গার ছেলে শাহিন হোসেন তার পিতা মাতা ও বোনকে মারপিট পুর্বক বোন ও মাকে ঘরের মধ্যে আটকে রেখে আগুন জ্বালিয়ে দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। স্থানীয় লোকজন কুলাঙ্গার ছেলে শাহিন হোসেনকে আটক করে পুলিশে দিয়েছে। ঘটনাটি যশোর সদর উপজেলার বাহাদুরপুর স্কুল পাড়ার।
ওই গ্রামের মৃত ফজলুর রহমানের ছেলে ইকবাল হোসেন (৫০) বাদী হয়ে শুক্রবার রাত ১১ টার পর কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন,তার ছেলে শাহিন হোসেন নেশা জাতীয় মাদকদ্রব্য সেবন করে। ইকবাল হোসেন কাঁচা সবজির ব্যবসা করে জীবিকা নির্বাহ করে। শুক্রবার ২৯ মে রাতে শাহিন হোসেন নেশা করার জন্য তার পিতার কাছে ৫শ’ টাকা চায়। পিতা ইকবাল হোসেন ৩শ’ টাকা দিলে কুলাঙ্গার ছেলে শাহিন হোসেন ক্ষিপ্ত হয়ে পিতা,মাতা হাসিনা বেগম ও বোন বুলবুলিকে মারপিটসহ মা ও বুলবুলিকে একটি ঘরের মধ্যে আটকে রেখে বাইরে থেকে ছিটকানি দিয়ে আগুন জ্বালিয়ে দেয়। নেশার চাহিদা মোতাবেক টাকা না পেয়ে শাহিন হোসেন ক্ষিপ্ত হয়ে ঘরের শোকেচসহ বিভিন্ন মালামাল ভাংচুর করে ২৫ হাজার টাকা ক্ষতি সাধণ করে। ইকবাল হোসেন,হাসিনা বেগম ও বুলবুলির চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে শাহিন হোসেন পালানোর চেষ্টা চালালে তাকে ধরে ফেলে। পরে পুলিশে খবর দিয়ে সোপর্দ করে। এ ঘটনায় মামলা দায়ের করা হলে শনিবার পুলিশ শাহিন হোসেনকে আদালতে সোপর্দ করে। থানা পুলিশ জানায় শাহিন হোসেনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় ইতিপূর্বে ও মানিকগঞ্জ জেলর শিবালয় থানায় মাদক আইনে দু’টি মামলা রয়েছে। উক্ত মামলাগুলি বিচারাধীন রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here