যশোরে সন্ধ্যারাতে যুবক খুনের ঘটনায় গ্রেফতার ও মামলা নেই

0
453

স্টাফ রিপোর্টার : শুক্রবার সন্ধ্যারাতে শহরের ষ্টেডিয়ামপাড়া এলাকায় ছুরিকাঘাতে নির্মাণ শ্রমিক আল মামুন ওরফে আলামিন (২২) খুনের ঘটনায় পুলিশ গত ২৪ ঘন্টায় কাউকে গ্রেফতার করতে পারেনি। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে। নিহত যুবক আলামিনের লাশের ময়না তদন্ত সম্পন্নর পর শনিবার দুপুরে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে।
উল্লেখ্য,গত শুক্রবার ২৯ মে সন্ধ্যারাত সাড়ে ৭ টার পর আল মামুন ওরফে আলামিন তার দুই বন্ধুর সাথে শহরের ষ্টেডিয়ামের কাছে একটি বট গাছের নীচে বসে গল্প করছিল। হঠাৎ চিহ্নিত সন্ত্রাসী সাব্বির,ব্লাক সিয়াম,মাহিন,জয়,মিশুসহ ১০/১২জন উক্ত স্থানে এসে আল মামুনকে ডেকে নিয়ে মারপিট ও ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে। গুরুতর আহত অবস্থায় আল মামুনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে দেড় ঘন্টা পর মারা যায়। আল মামুন ওরফে আলামিন যশোরের কেশবপুর উপজেলার ব্রম্মকাঠি ( শেখহাটি) বর্তমানে যশোর শহরের খড়কী ষ্টেডিয়াম পাড়ার দুলুর বাড়ির ভাড়াটিয়া আবুল হোসেনের ছেলে। সে পেশায় একজন নির্মাণ শ্রমিক। স্থানীয় একটি রাজনৈতিক দলের নেতাদের সাথে আল মামুন অল্প দিন ওঠাবসা শুরু করে। হত্যা কান্ডের পর পুলিশ শুক্রবার রাত থেকে অভিযান অব্যাহত রাখলেও গ্রেফতার করতে পারেনি হত্যাকান্ডের সাথে জড়িত কাউকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here