পাইকগাছা প্রতিনিধি ॥ ঘুর্ণিঝড় আম্পানের আঘাতে ক্ষতিগ্রস্থ পাইকগাছার সোলাদানা ইউনিয়নের শিবসা নদীর অববাহিকায় বেতবুনিয়া পতন আবাসন প্রকল্পেরপ্রায় আধা কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। শনিবার সকাল ৭টাথেকে ৪টা পর্যন্ত ইউপি চেয়ারম্যান এস,এম, এনামুল হকের নেতৃত্বেস্বেচ্ছাশ্রমে প্রায় ৯শ লোক এ বাঁধ সংস্কারে অংশ নেয়।
২০মে ঘুর্ণিঝড় আম্পানের প্রচন্ড আঘাতে বাঁধটি সম্পূর্ণক্ষতিগ্রস্থ হয়ে এলাকা প্লাবিত হয়। যাতে আবাসন প্রকল্পের ২টি পানীয় জলের
পুকুর লবণ পানিতে তলিয়ে যাওয়ায় খাবার পানির তীব্র সংকট দেখা দিয়েছে।বাঁধ না হওয়ায় কয়েকদিন ধরে এলাকা জোয়ারের পানিতে নিমজ্জিত ছিল।আবাসন প্রকল্পে ১৯৯টি পরিবার সহ প্রায় ৫শ পরিবারের লোক অসহায় জীবনযাপন করছিল। আম্পানের পরবর্তী সময় পর্যন্ত ইউপি চেয়ারম্যান এনামুল হকব্যক্তি উদ্যোগ ও সরকারের দেয়া খাদ্য সামগ্রী পরিবারগুলোর মধ্যে বিতরণ অব্যাহতরেখেছে। বাঁধ নির্মাণের সময় ইউপি চেয়ারম্যানকে সার্বিক সহযোগিতাকরেন, ইউপি সদস্য আবু সাঈদ মোল্লা, কল্যাণী মন্ডল, সিদ্দিক শিকারী, নূরইসলাম, আব্দুস সবুর, আবুল কাশেম, ঠাকুরদাস সরদার, নুরুল ইসলাম। শনিবার বাঁধ নির্মাণ কাজ সম্পন্ন হওয়ায় স্থানীয়রা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।এলাকাবাসী স্থায়ীভাবে টেকসই বাঁধ নির্মাণের জন্য যথাযথ কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
Home
খুলনা বিভাগ হাজারো লোকের স্বস্তির নিঃশ্বাস পাইকগাছায় সোলাদানা ইউপি চেয়ারম্যানের নেতৃত্বে বেতবুনিয়া পতন আবাসন...