ঝাঁপা আলিম মাদ্রাসার সফলতা

0
468

সিরাজুল ইসলাম, ঝাঁপা (রাজগঞ্জ) প্রতিনিধি : রাজগঞ্জের ঝাঁপা সিনিয়র আলিম মাদ্রাসা থেকে এবারের দাখিল পরিক্ষায় ২২জন পাশ করেছে। এর মধ্যে এ গ্রেড পেয়েছে- ৪জন, এ- গ্রেড পেয়েছে- ৬জন, বি গ্রেড পেয়েছে- ৪জন ও সি গ্রেড পেয়েছে- ৮জন পরিক্ষার্থী।
জানা গেছে, ২০২০ সালে অনুষ্ঠিত দাখিল পরীক্ষায় এ মাদ্রাসা থেকে মোট ৩০জন পরিক্ষার্থী অংশ নিয়ে এ সফলতা অর্জন করে। এ মাদ্রাসার এবারের পাশের হার ৭৩.৩৩%।
রবিবার (৩১ মে) প্রকাশিত ফলাফলে দেখাযায় এ সফলতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here