দশমিনায় ঘুর্নিঝড় ক্ষতিগ্রস্থ পরিবারের ঘর তৈরী করছে,সেনা সদস্যরা।

0
398

নাসির আহমেদ,দশমিনা (পটুয়াখালী) : পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় বরিশাল শেখ হাসিনা সেনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের পক্ষ থেকে এবং নিজের হাতে ক্ষতিগ্রস্থ পরিবারের ঘূর্ণিঝড় আম্ফানে উড়ে যাওয়া বসতঘর সেনা সদস্যরা মেরামত করে দিচ্ছে। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শিবলী এর নের্তৃত্বে ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সার্বিক তত্ত্বাবধানে উপজেলার রনগোপালদী ইউনিয়নের নদী তীরবর্তী পাতারচর এলাকায় ঘুর্নিঝড় আম্ফানে বিধ্বস্ত বসতঘর তৈরী কাজে এখন ব্যস্ত সময় পার করছেন বরিশাল শেখ হাসিনা সেনানিবাসের ৪২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারির সেনা সদস্যরা। ঘুর্নিঝড় ক্ষতিগ্রস্থ মনোয়ারা বেগম এবং জাহানারা বেগমের ২টি ঘর মেরামত করে বাসযোগ্য করে তুলছেন। ঐ ভুক্তভোগী পরিবারগুলো সেনাবাহিনীর কাজে সন্তুষ্ট প্রকাশ করে ধন্যবাদ জানিয়েছেন এবং মাননীয় প্রধান মন্ত্রীকে অভিনন্দন জানান। সেনা কর্মকর্তা ক্যাপ্টেন শিবলী বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় দেশের সংকটময় মুহুর্তে সাধারন জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। যা আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে । এছাড়াও বর্তমান সরকারের আহবানে সারা দিয়ে ক্ষতিগ্রস্থ দুর্গত এলাকায় করোনা ভাইরাস প্রতিরোধেও ব্যাপক কাজ করে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী। পাশাপাশি পানি বিশুদ্ধকরন ট্যাবলেট,বিভিন্ন প্রজাতির শবজির বীজ বিতরণ ও ত্রান সহায়তা প্রদান করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here