পাইকগাছার পাটকেলপোতা ভাঙ্গন মেরামত কালে এমপি বাবু দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে

0
447

পাইকগাছা প্রতিনিধি ॥ পাইকগাছার সোলাদানা ইউনিয়নের পাটকেলপোতায় ভেঙ্গে যাওয়া ওয়াপদার বাঁধ মেরামত করা হয়েছে। স্থানীয় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু’র নির্দেশনা পাইকগাছা পৌর মেয়রের উদ্যোগে উপজেলা ও পৌর আ’লীগের নেতৃবৃন্দ বাঁধ মেরামত করেন। এ সময় সংসদ সদস্য আক্তারুজ্জামান বাবু উপস্থিতদের উদ্দেশ্যে বলেন, দলমত নির্বিশেষে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। এ সময় তিনি নিজেই মাটি হাতে নিয়ে কাজে অংশগ্রহণ করে সকলকে উদ্বুদ্ধ করেন। রোববার সকাল ৮টা থেকে বেলা ৩টা পর্যন্ত উপজেলার পাটকেলপোতা নারিকেলবাড়িয়া নামকস্থানে ভেঙ্গে যাওয়া ওয়াপদার বাঁধে উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ আলী, পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর, উপজেলা আ’লীগ সভাপতি আনোয়ার ইকবাল মন্টু ও আব্দুস সালাম কেরু’র নেতৃত্বে উপজেলার ১০টি ইউনিয়ন ও পৌরসভা থেকে জেলা পরিষদ সদস্য আব্দুল মান্নান গাজী, আওয়ামীলীগনেতা আবুল বাশার বাবুল সরদার, পঞ্চানন সানা, আইয়ুব আলী সানা, তপন কুমার বাইন, বিমল চন্দ্র সরদার, রবীন্দ্রনাথ রায়, দিলিপ চন্দ্র ঢালী, বি,এম, আরেফনি, রাজেশ মন্ডল, আবু সাইদ সরদার, শাহাবুদ্দীন শাহীন, প্রভাষক ময়নুল ইসলাম, যুবলীগনেতা আজিজুল হাকিম, আবু সাঈদ মোড়ল কালাই, আকরামুল ইসলাম, মোমিন ফকির, কে.ডি বাবু, মৃগাঙ্গ রায়, ছাত্রনেতা আফি আজাদ বান্টি, পার্থ প্রতীম চক্রবর্তী, রায়হান পারভেজ রনি, প্রকাশ মন্ডল, সালাহউদ্দীন কাদের, অহিদুর রহমান সহ সহস্রাধিক আ’লীগ ও অঙ্গ সংগঠণের নেতাকর্মীরা বাঁধের কাজে অংশ নেয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here