হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : রাজগঞ্জ এলাকা থেকে নজরুল ইসলাম (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (৩১ মে) সকালে রাজগঞ্জ এলাকার হরিহরনগর ইউনিয়নের তাঁজপুর মাঠ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত নজরুল ইসলাম তাঁজপুর গ্রামের মেছের আলী মোড়লের ছেলে বলে স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে- এলাকাবাসির খবরের ভিত্তিতে রবিবার সকালে তাঁজপুর মাঠ থেকে নজরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে।
স্থানীয় ইউপি চেয়ারম্যান জহুরুল ইসলাম জানিয়েছেন- লাশের মাথার পিছনের অংশে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে- আগের দিন রাতে তাকে হত্যা করা হয়েছে।
এব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য আসাদুল ইসলাম, মেহেদী হাসান এবং জব্বার হোসেন এই তিনজনকে আটক করা হয়েছে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম ও সহকারি পুলিশ সুপার সোয়েব হাসান ঘটনাস্থল পরিদর্শন করেছেন।