সাংবাদিক কন্যা রোজা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়

0
464

স্টাফ রিপোর্টার : তাসনিম ইসলাম রোজ। প্রেস কাব যশোরের সহ সভাপতি ও দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এবং দৈনিক যশোরের ভারপ্রাপ্ত সম্পাদক নূর ইসলাম ও কলেজ শিক্ষক আইরিন আক্তার দম্পত্তির বড় মেয়ে। সে এবারের এসএসসি পরীক্ষায় যশোর সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় ( মোমিন গার্লস স্কুল) থেকে বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়ে কৃতিত্বের সাথে উত্তীর্ণ হয়েছে। এই ফলাফলে সে মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায়ের পাশাপাশি তার স্কুলের শিক্ষক, অভিভাবক, পিতামাতা, সহপাঠীসহ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। রোজা ভবিষ্যতে চিকিৎসক হতে চায়। সে সকলের দোয়া প্রার্থী । উল্লেখ্য রোজা পিইসি ও জেএসসি পরীক্ষাতেও কৃতিত্¦ পূর্ণ ফলাফল করে মা বাবার মুখ উজ¦ল করেছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here