ঘুর্নিঝড় আম্ফান পরবর্তি ১৩তম দিনেও অভয়নগরের প্রেমবাগের একমাত্র উচ্চশিা বিদ্যাপীঠের ভবন মেরামত হয়নি

0
573

এম মিজানুর রহমান (লিটন) প্রেমবাগ (অভয়নগর) প্রতিনিধি ঃ গত ২০/০৫/২০২০ তারিখে ঘুর্নিঝড় আম্ফানে প্রেমবাগের একমাত্র উচ্চশিা বিদ্যাপীঠ গাবখালী মাগুরা ইউনাইটেড কলেজ-এর টিনশেডের দুইটি ভবনের বেহাল দশা। টিনের চাল সহ ভবনের অনেক কিছুই ভেঙ্গে ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রতিষ্ঠানের উপাধ্য জনাব মোঃ মোকারম হোসেনের সাথে কথা বললে তিনি জানান, উপজেলা শিা অফিসের মাধ্যমে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর ভবন দুইটি মেরামতরে আবেদন করা হয়েছে। তবে কবে নাগাদ মেরামত করা হতে পারে এবিষয়ে তিনি সুস্পষ্ট কোন ধারনা দিতে পারেননি। প্রতিষ্ঠানটি অভয়নগর থানার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা এবং পাশ্ববর্তি গ্রামের মাঝামাঝি স্থানে অবস্থিত। এটি স্থাপিত হয় ১৯৯৯ খ্রি.। প্রতিষ্ঠানটি তে উচ্চ মাধ্যমিক এবং স্নাতক পাস পর্যায় পাঠদান কার্যক্রম চালু রয়েছে। এ প্রতিষ্ঠানে সব বর্ষ মিলে প্রায় ৩/৪শ শিার্থী অধ্যায়ণরত। সকল পর্যায়ের চুড়ান্ত ফলাফলও সন্তোষজনক। বিশ্বব্যাপি করোনার মহামারীর কারনে শিাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিার্থীদের পাঠদানে যদিও কোন সমস্যায় পড়তে হচ্ছে না তবে, আসন্ন ২০২০-২০২১ শিাবর্ষে একাদশ শ্রেণির শিার্থী ভর্তিতে কিছুটা সমস্যা দেখা দিতে পারে। এলাকাবাসীর আশা খুব তাড়াতাড়ি প্রতিষ্ঠানটি মেরামত হবে এবং শিার পরিবেশ ফিরে আসবে। এ ব্যাপারে অত্র ইউনিয়নের শুভাকাঙ্খিসহ অভয়নগর উপজেলা প্রশাসনিক কর্মকর্তাদের আশু সুদৃষ্টি কামনা করছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here