দশমিনায় ঝড়ের আঘাতে ৫ স্থানে বেড়িবাঁধে ভাঙন ফসলের ব্যাপক ক্ষতি

0
435

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর দশমিনা উপজেলায় ঘূর্নিঝড় আম্ফানের আঘাতে উপজেলার ৫টি স্থানে বেড়িবাঁধ ভেঙে গেছে। ভাঙন দিয়ে তেতুলিয়া ও বুড়াগেীরাঙ্গ এবং সুতাবাড়িয়া নদীর পানি লোকালয়ে ঢুকে প্রায় পাঁচ হাজার একর জমির রবিশস্য বিনষ্ট হয়ে গেছে। নদীর নোনা পানি ঢুকে ফসলের মাঠগুলো ৩-৪ ফুট পানিতে ডুবে ছিল। বর্তমানে ভেঙে যাওয়া বেড়িবাঁধগুলো মেরামত করার জন্য কোন উদ্যোগ নেয়া হয়নি।
স্থানীয় বিভিন্ন সূত্র জানান, ঘূর্নিঝড় আম্ফানের আঘাতে উপজেলার বাঁশবাড়িয়া লঞ্চঘাটের উত্তর পাশের বেড়িবাধ, দশমিনা সদর ইউনিয়েনের কাউনিয়া হাজীরহাট বেড়িবাধ, বেতাগী ইউনিয়নের জাফরাবাদ বেড়িবাধ, আলীপুরা কালিবাড়ির বেড়িবাধ, খলিশাখালী বেড়িবাধ ভেঙে হু হু করে পানি লোকালয়ে ঢুকে পড়ে। ফলে পানিতে ডুবে যায় প্রায় পাচ হাজার একর জমির রবিশস্য। সদর ইউনিয়নের চেয়ারম্যান এডভোকেট ইকবাল মাহমুদ লিটন জানান, বাঁধ ভেঙে যাওয়ার ঘটনাটি ইউএনওকে জানানো হয়। উপজেলা র্নিবাহী অফিসার তানিয়া ফেরদৌস জানান, উপজেলার বিভিন্ন স্থানে বাঁধ ভাঙার খবর পেয়েছি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। বাঁধ মেরামতের জন্য বরাদ্দ পেলে কাজ শুরু করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here