যশোর সদরের বড় ভেকুটিয়ায় মাদক বিক্রি করতে নিষেধ করায় হামলা টাকা ও স্বর্ণের লুট বাড়ি ঘর ভাংচুরের ঘটনায় মামলা

0
464

স্টাফ রিপোর্টার : মাদক বিক্রি করতে নিষেধ করায় মাদক ব্যবসায়ীরা সংঘবদ্ধভাবে সদর উপজেলার বড় ভেকুটিয়া গ্রামের শাহজাহানের বাড়িতে হামলা চালিয়ে মারপিট নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে শ্লীলহাতানী ঘটিয়ে বাড়ি ঘর ভাংচুর করে ক্ষতি সাধন করেছে। এ সময় প্রাণ নাশের হুমকী দিয়ে নির্বিঘেœ চলে গেছেন বলে কোতয়ালি মডেল থানায় ৯ মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে এজাহার দায়ের করেছেন। আসামীরা হচ্ছে,সদর উপজেলার বড় ভেকুটিয়া কারিগর পাড়ার রওশনের ছেলে তৌহিদুল,সামছুর ছেলে আনিসুল,শরীর ছেলে বিপুল,শহিদুলের ছেলে মনিরুল,সামছুর ছেলে আজিজুল,রওশনের ছেলে ডলার, মোহাম্মদের ছেলে ইমাম, শরিফুলের মামুন ও মৃত মুসার ছেলে দিপুসহ অজ্ঞাতনামা ২/৩জন। বড় ভেকুটিয়া গ্রামের সলেমান দফাদারের ছেলে শাহজাহান সোমবার কোতয়ালি মডেল থানায় দায়েরকৃত এজাহারে বলেছেন, আসামীরা এলাকায় মাদক বেচাকেনা করে। আসামীদের মাদক বিক্রি করতে নিষেধ করায় তারা ক্ষিপ্ত হয়ে গত ৩১ মে বিকেল ৩ টায় শাহজাহানের বাড়িতে হামলা চালায়। এ সময় ছোট ভাই শামীম ও ছোট ভাইয়ের স্ত্রী পিয়া ঠেকাতে এলে তাদেরকে মারপিট পূর্বক শামীমের কাছ থেকে নগদ ২৫ হাজা টাকা ও ছোট ভাইয়ের স্ত্রীকে মারপিট পূর্বক শ্লীলতাহানী করে গলায় থাকা ১২ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে প্রাণ নাশের হুমকী দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় শামীমও শাহজাহানকে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here