সাতক্ষীরা প্রতিনিধি ঃ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছা সেবক দলের উদ্যোগে দোয়া মাহফিল ও হতদরিদ্র অসহায় তিন শতাধিক মানুষের মাঝে রান্না করা খাবার বিতরন করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার দাদপুর মোড়ে উক্ত দোয়া মাহফিল ও খাবার বিতরন করা হয়। এ সময় সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা স্বোচ্ছাসেবকদল সভাপতি সোহেল আহমেদ মানিক।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কালিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি চেয়াম্যান এবাদুল ইসলাম, জেলা স্বোচ্ছাসেবকদলের সাংগঠনিক সম্পাদক প্রভাষক আনারুল ইসলাম, যুগ্ন সম্পাদক মাহফুজুল ইসলাম, সহ-সভাপতি আব্দুল মমিন, দপ্তর সম্পাদক শাহিনুর রহমান, বিএনপি নেতা ডাঃ শফিকুল ইসলা বাবু, উপজেলা স্বোচ্ছাসেবকদল নেতা হাববুল্লঅহ, কাজী সোহেল প্রমুখ। বিএনপি নেতারা এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনাদর্শ নিয়ে আলোকপাত করেন।