সাতক্ষীরার শ্যামনগর থেকে নিঁখোজ এক যুবকের মরদেহ উদ্ধার

0
460

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার শ্যামনগর থেকে আহসান সরদার (২০) নামে নিঁখোজ এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে ভুরুলিয়া গ্রামের আলভি সরদারের পুকুর হতে তার মরদেহ উদ্ধার করা হয়। সে ভুরুলিয়া ইউনিয়নের ব্রহ্মশাসন গ্রামের আমিরুল সরদারের ছেলে। নিহতের স্বজন ও স্থানীয় ইউপি সদস্যা নার্গিস পারভীন জানান, গত সোমবার রাত ৯টার দিকে আহসান বাড়ী থেকে বাহিরে বের হয়ে আর ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পরও তাকে পাওয়া যায়নি। এরপর আজ দুপুরে ভুরুলিয়া গ্রামের আলভি সরদারের পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার হয়। শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম চৌধুরী জানান, স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে আলভি সরদারের পুকুর থেকে ওই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। তবে, কি কারনে তার মৃত্যু হয়েছে প্রাথমিক তদন্তে তা জানা যায়নি। তার মরদেহ ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর তার মৃত্যুর সঠিক রহস্য জানা যাবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here