কলারোয়া জিকেএমকে পাইলট হাইস্কুল উপজেলা শীর্ষে

0
490

এমএ সাজেদ, কলারোয়া(সাতক্ষীরা) প্রতিনিধি : এসএসসি পরীার প্রকাশিত ফলাফলে এবারও কলারোয়ায় জিকেএেমকে সরকারি পাইলট হাইস্কুল মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে। মেধা তালিকায় দ্বিতীয় স্থান অধিকার করেছে কলারোয়া গার্লস পাইলট হাইস্কুল। যশোর শিা বোর্ডের এসএসসি পরীার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়। কলারোয়া জিকেএমকে সরকারি পাইলট হাইস্কুল থেকে সাধারণ বিভাগ থেকে ৩৬ জন পরীার্থী জিপিএ-৫ ও ভকেশনালে ৩ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হওয়ায় মেধা তালিকায় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১৭ জন গোল্ডেন জিপিএ-৫ সহ শতকরা পাশের হার ৯৬ ভাগ বলে সহকারি প্রধান শিক আব্দুর রকিব জানান। এদিকে, কলারোয়া গার্লস পাইলট হাইস্কুলের ফলাফলে সাধারন বিভাগে ২১ জন জিপিএ-৫ ও ভকেশনালে ২ জন জিপিএ-৫ পেয়ে দ্বিতীয় স্থান ধরে রেখেছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ১০ জন গোল্ডেন জিপিএ-৫ সহ শতকরা পাশের হার ৯৯ ভাগ বলে প্রধান শিক বদরুজ্জামান বিপ্লব জানান। তৃতীয় স্থান অধিকারী সোনাবাড়িয়া সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক আখতার আসাদুজ্জামান চান্দু জানান, প্রকাশিত ফলাফলে বিদ্যালয় থেকে ১৮ জন জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে। জিপিএ-৫ প্রাপ্তদের মধ্যে ৫ জন গোল্ডেন জিপিএ-৫সহ পাশের হার শতকরা ৯৫ ভাগ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here