বাঁশ কেটে নেওয়ার প্রতিবাদ করায় হামলা জখম স্বর্ণেন চেইন লুটের অভিযোগ যশোরে

0
425

স্টাফ রিপোর্টার : প্রতিবেশীরা জমি দখলের চেষ্টার এক পর্যায় জোর পুর্বক বাঁশ কেটে নেওয়ার প্রতিবাদ করলে মারপিটের শিকারসহ স্ত্রীকে শ্লীলতাহানীসহ গলায় থাকা স্বর্ণের ৮ আনা ওজনের চেইন ছিনিয়ে নেওয়ার অভিযোগে কোতয়ালি মডেল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ অভিযোগ প্রাথমিকভাবে খতিয়ে দেখছে। ঘটনাটি যশোর সদর উপজেলার বাহাদুরপুর দণি পাড়ার ইসমাইল হোসেনের বাড়িতে।
ওই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে জমি পরিমাপকারী সার্ভেয়ার ইমরান হাসান লাবলু প্রতিবেশী সন্ত্রাসী ও মাদক বিক্রেতা মৃত আক্তার হোসেনের ছেলে রহমত আলী ও আহম্মদ আলীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করে বলেছেন, তার পৈত্রিক জমি ভোগ দখল করে সেখানে বাঁশঝাড়,আমগাছ, লিচুগাছ কাঠালগাছসহ বিভিন্ন ফলজ ও বনজ গাছপালা লাগিয়ে পরিচর্যা করে আসছে। উক্ত আসামীরা ইতিপূর্বে ১০ হাজার টাকা মূল্যের বাঁশ কেটে তি সাধন করে। গত ৩০ মে সকাল ৮ টায় উক্ত আসামীরা তাদের বাড়ির অন্যান্যদের সহযোগীতায় জমিতে অবৈধভাবে প্রবেশ করে বাঁশঝাড় থেকে বাঁশ কেটে নিয়ে যাওয়ার জন্য বাধা নিষেধ করলে প্তি হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আহম্মদের হুকুমে রহমত আলী লোহার লাঠি দিয়ে বাম কানে আঘাত করলে কানের পর্দা ফেটে গুরুতর জখম করে। লাবলুর স্ত্রী অন্তরা খাতুন (২৩) ঠেকাইতে আসলে রহমত আলী মারপিট করে জখম করে পরনের কাপড়চোপড় টানা হেচড়া করে শ্লীলতাহানী ঘটিয়ে গলায় থাকা ৮ আনা ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। লাবলুকে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারে ল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। থানায় অভিযোগ দেওয়ার পর পুলিশ প্রাথমিকভাবে অভিযোগ তদন্ত শুরু করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here