মহেশপুরে এ বছর এসএসসি পরীক্ষায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩৯জন এ প্লাস পেয়েছে, মাদ্রাসার ফলাফল বিপর্যয়

0
440

মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ ঝিনাইদহের মহেশপুরে এ বছর এসএসসি পরীক্ষায় ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানে ১৩৯ জন এ প্লাস পেয়েছে। মাদ্রাসার ফলাফল খুব নিম্মানের। ২৪টি মাদ্রাসায় মাত্র ২জন এ প্লাস পেয়েছে। শিক্ষা অফিস সুত্রে প্রকাশ, সদ্য ষোষিত এ বছর এসএসসির ফলাফলে জানা যায় এ বছর ৩১৮৫জন এসএসসি পরীক্ষার্থী পরীক্ষা দেয় এর মধ্যে ২৬৯৫ জন কৃতকার্য হয়েছে, এ প্লাস পেয়েছে ১৩৯ জন, গড় পাশের হার ৮৪.৬১%। এ প্লাস প্রাপ্ত প্রতিষ্ঠানের মধ্যে র্শীষে রয়েছে খালিশপুর মাধ্যমিক বিদ্যালয়। ২৩৭ জনের মধ্যে পাশ করেছে ২১১জন, এ প্লাস পেয়েছ ২৩ জন। অপরদিকে শতভাগ পাশ করেছে মহেশপুর পৌর ল্যাব মাধ্যমিক বিদ্যালয়। এ প্লাস পেয়েছে ১৪। ৪০টি শিক্ষা প্রতিষ্ঠানের ফল বিপর্যয় হয়েছে মহি উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়। ৫৩ জনের মধ্যে পাশ করেছে ২৯জন। পাশের হার ৫৪.৭০%। এছাড়া ২য় অবস্থানে রয়েছে বৈচিতলা মাধ্যমিক বিদ্যালয়। ৪৬ জনের ৪৪ জন পাশ করেছে। পাশের ৯৫.৬৫%।
অপরদিকে ২৪টি মাদ্রাসার মধ্যে পরীক্ষা দিয়েছিল ৭১০জন পাশ করেছে ৪৯১জন, এ প্লাস পেয়েছে ২জন পাশর হার ৭৯.১৫%। শীর্ষে রয়েছে নাটিমা ফাজিল মাদ্রাসা ৩৮ জনের মধ্যে পাশ করেছে ৩৭জন পাশের হার ৯৭.৩৬%। সর্ব নি¤েœ রয়েছে ভৈরবা আলহেরা আলিম মাদাসা। ৪৬ জনের মধ্যে পাশ করেছে ১২ জন পাশের হার ২৬.০৮ঁ%। শুধুমাত্র কৃঞ্চপুর দাখিল মাদ্রাসায় ২জন এ প্লাস পেয়েছে। মাদ্রসাার ফলাফল খুবই নি¤œ মানের। মহেশপুর মাধ্যমিক শিক্ষা অফিসার আমজাদ হোসেন জানান, মাধ্যমিক বিদ্যালয়ের ফলাফল সন্তোষজনক কিন্তু মাদাসার ফলাফল বিপর্যয় তারা মাদ্রাসার গুনগত শিক্ষার মান উন্নয়নের জন্য সব ধরণের ব্যবস্থা নিবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here