যশোরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

0
451

যশোর প্রতিনিধি : যশোরের চৌগাছায় পানিতে ডুবে আমির হামজা (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার হাকিমপুর ইউনিয়নের মাঠ-চাকলা গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।
একই ঘটনায় অসুস্থ হয়ে পড়া শিশির (৭) নামে আরেক শিশুকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সে একই গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বুধবার সকাল সাড়ে নয়টার দিকে উপজেলার মাঠ-চাকলা গ্রামের বিলে এই দুর্ঘটনা ঘটে।
প্রতিবেশি চাচা জোহর আলী নামে একজন জানান,বুধবার সকালের দিকে শিশু দুটি বাড়ির পাশে বিলের পানিতে খেলছিল। এ সময় আমির হামজা ও শিশির বিলের মধ্যে একপাশে খুঁড়ে রাখা আপায় (গর্তে) পড়ে যায়। স্থানীয়দের সহায়তায় পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক আমিরকে মৃত ঘোষণা করেন। এছাড়া অসুস্থ হয়ে পড়া শিশিরকে যশোর হাসপাতালে পাঠানো হয়।
চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. নুজহাত নুয়েরী সাওসান বলেন, ‘হাসপাতালে আনার আগেই একটি শিশুর মৃত্যু হয়েছে। অন্য শিশুটিকে আমরা ভর্তি রাখতে চেয়েছিলাম। তবে শিশুটির স্বজনদের আগ্রহে তাকে যশোর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here