পিবিআই, যশোর জেলার আভিযানিক দল যশোর ইউনিট ইনচার্জ জনাব এম,কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম এর সঠিক তত্ত্বাবধান ও দিক নির্দেশনায় এসআই(নিঃ)/ দ্বৈপায়ন মন্ডল, পিবিআই, যশোর এর নেতৃত্বেগত ০২-০৬-২০২০ খ্রিঃ বিকাল ১৭.২৫ ঘটিকার সময় আসামী মোঃ শামিমশিকদার (২২), পিং-মোঃ আলামিন শিকদার @ কালু, সাং-জিউধারা, থানা-মোড়েলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-দারুল আমান মহল্লার গলি (আশরাফেরবাড়ির ভাড়াটিয়া), থানা-সোনাডাঙ্গা, জেলা-খুলনাকে তার বর্তমান ঠিকানাহতে আটক করা হয়।উল্লেখ্য যে, গত ইং ২৬-০৭-২০১৯ তারিখ রাত ০২.৩০ টার সময় মোছাঃ রেক্সোনা
বেগম (৪৫), স্বামী-মোঃ আমিরুল ইসলাম, সাং-ছোট আচড়া (মাঠপাড়া),থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর বসতবাড়িতে দস্যুতার ঘটনাসংঘটিত হয়। উক্ত ঘটনা সংক্রান্তে যশোর জেলার বেনাপোল পোর্ট থানার মামলানং-৬৮, তারিখ-২৬-০৭-২০১৯ ইং, ধারা-৩৯৪ পেনাল কোড রুজু হয় এবং যশোরজেলা পুলিশ সুপার মহোদয় উক্ত মামলাটি পিবিআই কর্তৃক তদন্ত করার জন্যপুলিশ হেডকোয়ার্টার্স বরাবরে আবেদন করেন। পুলিশ হেডকোয়ার্টার্স,ঢাকার নির্দেশক্রমে পিবিআই, ঢাকা স্মারক নং-পিবিআই/মামলা/২০১৯/৩১৩৩/সিআরও (পশ্চিম), তারিখ-২৭-১০-২০১৯ খ্রিঃ মূলেমামলার তদন্তভার এসআই(নিঃ)/ দ্বৈপায়ন মন্ডল, পিবিআই, যশোর এর উপর অর্পণকরেন। মামলার তদন্তভার গ্রহণ করে তদন্তকারী কর্মকর্তা কর্তৃক প্রকাশ্য ও গোপনতদন্ত এবং তথ্য উপাত্তের ভিত্তিতে গত ইং ০২-০৩-২০২০ তারিখ ১৭.২৫ ঘটিকারসময় আসামী মোঃ শামিম শিকদার (২২) কে তার বর্তমান ঠিকানা হতেগ্রেফতার করা হয় এবং তার নিজ হেফাজত হতে লুন্ঠিত হওয়া একটি মোবাইলউদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী মোঃ শামিম শিকদার উক্তদস্যুতার ঘটনায় জড়িত বলে স্বীকার করে। দস্যুতার ঘটনায় সংশ্লিষ্ট অন্যান্যআসামীদের সনাক্ত, গ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের নিমিত্তে গ্রেফতারকৃত আসামী শামিম শিকদারকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য ০৫ (পাঁচ) দিনেরপুলিশ রিমান্ডের আবেদন করা হয়েছে। আসামী শামিম শিকদারকে ইং ০৩-০৬-২০২০ তারিখ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্যান্য আসামীদেরগ্রেফতার ও লুন্ঠিত মালামাল উদ্ধারের চেষ্টা অব্যহত আছে।