কেশবপুরে পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে একটি ফেসবুক আইডিতে সম্মান হানিকর পোস্ট ॥ থানায় জিডি

0
459

উদয় শংকর সিংহ, কেশবপুর (যশোর) ব্যুরো ॥ কেশবপুরে পৌরসভার মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে রোসি বি (জড়ংযর ইও) নামক ফেসবুক আইডিতে সম্মান হানিকর পোস্ট করা হয়েছে। এঘটনায় পৌর মেয়র রফিকুল ইসলাম কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ১২৭, তারিখ ০৩-০৬-২০২০।
কেশবপুর থানায় জিডি সূত্রে জানাগেছে, গত ২ জুন দিবাগত রাত ২ টা ২৭ মিনিটে রোসি বি (জড়ংযর ইও) নামক একটি ফেসবুক আইডিতে পৌর মেয়র রফিকুল ইসলামে ছবি এডিট করে সম্মান হানিকর একটি পোস্ট করে। যা পরবর্তীতে পৌর মেয়র রফিকুল ইসালের দৃষ্টি গোচর হয়। এব্যাপরে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রোসি বি (জড়ংযর ইও) নামক ফেসবুক আইডির বিরুদ্ধে পৌর মেয়র রফিকুল ইসালাম ৩ জুন কেশবপুর থানায় একটি জিডি করেছেন। যার নং ১২৭। এদিকে পৌর মেয়র রফিকুল ইসলামের বিরুদ্ধে রোসি বি (জড়ংযর ইও) নামক ফেসবুক আইডিতে সম্মান হানিকর পোস্ট করায় আওয়ামী লীগ, যুবলীগ, পৌর কাউন্সিলর-সহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here