দশমিনা আশা’র উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরন

0
490

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালী দশমিনা উপজেলায় বেসরকারী এনজিও সংস্থা আশা’র ব্যবস্থাপনায় (কোভিড-১৯) করোনা ভাইরাসের কারনে উপজেলায় কর্মহীন,দুস্থ,অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী (ত্রান) উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে এনজিও আশা’র উদ্যোগে করোনায় ক্ষতিগ্রস্তদের জন্য ২০০প্যাকেট খাদ্য সামগ্রী (১০কেজি চাল,২কেজি ডাল,২কেজি আলু,১কেজি লবন,১লিটার তৈল) ত্রান উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস এর নিকট হস্তান্তর করা হয়। খাদ্য সামগ্রী হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন আশা’র জেলা ম্যানেজার মোঃ গিয়াস উদ্দিন, আশা’র রিজিওনাল ম্যানেজার মো:হারুন-আর-রশিদ, ব্রাঞ্জ ম্যানেজার মোঃ আহাদুজ্জামান ও দশমিনার আশা’র ব্রাঞ্জের কর্মীবৃন্দ প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here