হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : মনিরামপুরে বজ্রপাতে দীপ্ত বৈরাগী (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুর ১টার দিকে এ বজ্রপাতের ঘটনাটি ঘটেছে। দীপ্ত বৈরাগী কুলটিয়া ইউনিয়নের হাটগাছা গ্রামের ব্রজেন বৈরাগীর ছেলে।
স্থানীয়রা জানান- এদিন সকালে দীপ্ত বৈরাগী বাড়ীর পাশের বিলে মৎস্য ঘেরে কাজ করতে যায়। ঘেরের কাজ শেষ করে দুপুর ১টার দিকে গরুর জন্য ঘাস কেটে নৌকাযোগে বাড়ি ফেরার সময় তার শরীরে বজ্রপাত ঘটে। সেখানেই তার মৃত্যু হয়। তাকে নৌকা থেকে পড়ে যেতে দেখে দ্রুত বাড়ী খবর দিলে পানি থেকে তুলে আনা হয় তার মৃত দেহ।