শালিখার এক শিক ষড়যন্ত্র মামলায় পড়ে মানবতার জীবন যাপন করছে

0
503

শালিখা মাগুরা প্রতিনিধি ঃ শালিখা উপজেলার গঙ্গারামপুর দাখিল মাদরাসার শিক মোঃ তাজিনুর রহমান ষড়যন্ত্র মূলক মামলায় পড়ে মানবতার জীবন যাপন করছে। শিকের লিখিত অভিযোগে যানা যায়। গত শুক্রবারে বেরইল পলিতা গ্রামে মোঃ আজাহার হোসেন ও হাবিবদের মধ্যে রাস্তার জায়গা নিয়ে মারামারি হয়। মারামারিতে হাবিব মারাত্বক আহত হয়ে যশোর হাসপাতালে ভর্তি হয়। আজাহার গ্র“পের মুরাদ সহ ২ থেকে ৩ জন আহত হয়। এই ঘটনায় আজাহারের পীয় লোক মোঃ মেসকাত হোসেন বাদী হয়ে শিক তাজিনুর সহ ১০ জনকে আসামী করে থানায় অভিযোগ দেয়। মারামারি ঘটনা স্থল থেকে শিককের বাড়ী কমপে ২ কিলোমিটার। এছাড়া ঘটনার সময় সে ও অন্য আসামী সুজন মিয়া সত্যজিৎ পুলিশ ফাড়িতে অন্য একটি মামলার সালিসিতে গিয়েছিল। স্থানীয় সামাজিকতার বিরেধের জের ধরে শিককে আসামী করা হয়েছে বলে জোর দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here