চুকনগরে ঢাকা ফেরত ব্যক্তিকে নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ

0
435

চুকনগর প্রতিনিধি ॥ সদ্য ঢাকা ফেরত চুকনগর গ্রামের উকিলশেখ নামে এক ব্যক্তি সরকারী সকল নির্দেশনা মেনেই বাড়িতে
অবস্থান করছে। গত ৫দিনে তিনি একবারও বাড়ির বাইরে যাননি।তারপরও কতিপয় ব্যক্তি উকিল শেখ সরকারী নির্দেশ অমান্য করে
জনসম্মুখে ঘুরে বেড়াচ্ছে এই মর্মে বিভিন্ন মাধ্যমে প্রচারসহ তাকে হুমকী ধামকী দিচ্ছে।তিনি জানান,গত ৩১মে বিকাল ৪টার দিকে ডুমুরিয়া উপজেলারচুকনগর গ্রামের মৃত হানিফ শেখের পুত্র মোঃ উকিল শেখ (৪৫)ঢাকা থেকে বাড়িতে আসেন। এরপর থেকে তিনি এবং তারপরিবারের কোন সদস্য এখনও পর্যন্ত বাড়ির বাইরে যাচ্ছে না।১৪দিন অতিবাহিত না হওয়া পর্যন্ত বাড়িতে থাকবেন বলে
জানান তিনি। তাই তাকে নিয়ে কোন বিভ্রান্তি না ছড়ানোর জন্য বিশেষ অনুরোধ করেছেন তিনি ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here