মোহাম্মদ আলী জিন্নাহ, স্টাফ রিপোর্টার ॥ দেশের বর্তমান করোনা ভাইরাস, আম্পান ও কাল বৈশাখী ঝড় থেকে সৃষ্টি হওয়া দমকা হাওয়া ও অতি বৃষ্টিতে ঝিকরগাছা অঞ্চলে কৃষির ব্যাপক য় তি হয়েছে। তারপর কৃষকের উৎপাদিত সবজী বা ফসল নিয়ে বিক্রির বিপাকে পড়ার দিনকে বিদায় জানানোর জন্য, উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রকল্পের (এনএটিপি-২) আওতায়, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) গ্রান্টের মাধ্যমে ৫০% সরকারি সহায়তার মাধ্যমে ক্রয়কৃত ট্রাক দিয়ে করোনা পরিস্থিতিতে কৃষকের উৎপাদিত পণ্য ন্যায্যমূল্যে পরিবহনের মাধ্যমে দেশের বিভিন্ন মোকামে পাঠিয়ে দেশের মানুষের খাদ্যের চাহিদা পূরণ করা হচ্ছে। যার দায়িত্বে আছেন ৪নং গদখালী ইউনিয়নের ফতেপুর বাজারের ব্যবসায়ী উদ্যোক্তা বিশ্বাস ট্রেডার্সের প্রোপাইটর মোঃ হাসানুজ্জামান ডালিম। তিনি এই ট্রাকের মাধ্যমে উপজেলার ১নং গঙ্গানন্দপুর, ২নং মাগুরা, ৩নং শিমুলিয়া, ৪নং গদখালী, ৫নং পানিসার, ৬নং ঝিকরগাছা ও ৭নং নাভারণ ইউনিয়ন এলাকার সকল সিআইজি গ্রুপ ও নন সিআইজি গ্রুপের কৃষকেরা তাদের সবজী পণ্য বাজারজাতকরণ করছে। গদখালী ইউনিয়নের নন সিআইজি গ্রুপের কৃষক আলমগীর হোসেন জানান, আমাদের এই করোনার সময়ে সরকারের সহযোগিতার মাধ্যমে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাধ্যমে আমরা যে ট্রাকটি পেয়েছি সে ট্রাকে করে এলাকার সকল চাষিরা তাদের উৎপাদিত কাঁচামাল দেশের মধ্যে বিভিন্ন স্থানে প্রেরণ করতে পাচ্ছি এবং আমরা আমাদের উৎপাদিত ফসল ঠিকমত ভোক্তাদের নিকট পৌছাতে পেরে আমরা অনেক উপকৃত হচ্ছি। আমরা এমন একটি প্রকল্পের জন্য বর্তমান কৃষি বান্ধব সরকারকে স্বাধুবাদ জানাই। ফতেপুর বাজারের ব্যবসায়ী উদ্যোক্তা বিশ্বাস ট্রেডার্সের প্রোপাইটর মোঃ হাসানুজ্জামান ডালিম জানান, প্রথম যখন আমি সরকারি সহয়তার মাধ্যমে ট্রাকটি পেয়েছি তখন আমার মনে হচ্ছিল এটি ভালো করে পরিচালনা করতে পারবো কিনা। এখন প্রতিনিয়ত কৃষকের পাশে থেকে তাদের সহযোগিতা করতে পেরে আমার নিজের কাছে খুবই ভালো লাগছে। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মাসুদ হোসেন পলাশ জানান, কৃষিই সমৃদ্ধি ও করোনা পরবর্তী কাল, কৃষিই ধরবে একমাত্র হাল স্লোগানকে সামনে রেখে চলতি করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় সকলের পুষ্টি চাহিদা এবং রোগ প্রতিরোধ মতা বৃদ্ধির ল্েয নিরলস ভাবে কাজ করে যাচ্ছে আমার কৃষি বিভাগ। আমি সর্বদা আমাদের ব্যবসায়ী উদ্যোক্তা বিশ্বাস ট্রেডার্সের প্রোপাইটর মোঃ হাসানুজ্জামান ডালিমের নিকট ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রজেক্টের (এনএটিপি-২) আওতায়, এগ্রিকালচার ইনোভেশন ফান্ড (এআইএফ-৩) এর মাধ্যমে যে ট্রাকটি দেওয়া হয়েছে সেটা তিনি ভালো ভাবে দেখভাল করে স্থানীয় বেশ কয়টি ইউনিয়নের কৃষকের সহযোগিতা করছে এবং ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
সাবেক ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ কারাগারে
মহেশপুর প্রতিনিধি : সাবেক ভূমিমন্ত্রী ও খুলনা-৫ আসনের সাবেক সংসদ নারায়ণ চন্দ্র চন্দকে আটকের পর সোমবার আদালতে সোপর্দ করেলে আদালত তাকে জেলা হাজতে...
কোটচাঁদপুরে ব্লাড ব্যাংক এর উদ্যোগে বৃক্ষ রোপন
মোস্তাফিজুর রহমান কোটচাঁদপুরঃ "গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি''- এই স্লোগানকে সামনে রেখে ৬ অক্টোবর, ২০২৪ সোমবার দুপুর ২ঃ৩০ মিনিটে কোটচাঁদপুর...
কেশবপুরে শিশু অধিকার সপ্তাহের সমাপনী
কেশবপুর ব্যুরো: কেশবপুরে শিশু অধিকার সপ্তাহ ও বিশ্ব শিশু দিবসের বিভিন্ন কর্মসূচি শেষ হয়েছে। সোমবার শিশু অধিকার সপ্তাহের সমাপনী উপলক্ষে শহরের আবু শারাফ সাদেক...
শার্শায় বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
শহিদুল ইসলাম।। যশোরের শার্শা উপজেলার ১০ নং শার্শা ইউনিয়নের এক নম্বর ওয়ার্ড বিএনপির অফিস উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(৭ অক্টোবর) সন্ধায় নাভারন...
বেনাপোলে যানজট নিরসনে পোর্ট থানার নবাগত ওসি রাসেল মিয়া ও সার্জেন্ট কবিরের ঝটিকা অভিযান
বেনাপোল থেকে এনামুলহকঃ বেনাপোলে যানজট নিরসনে পোর্ট থানা অন্তগত বেনাপোল আন্তর্জাতিক স্থল বন্দর থেকে শুরু করে বেনাপোল লোকাল বাস স্টান্ড পযর্ন্ত বাস,ট্রাকের দীর্ঘ...