মোংলায় সোনাইলতলা ইউনিয়ন পরিষদের উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

0
495

মাসুদ রানা,মোংলাঃ মোংলা উপজেলার ৩নং সোনাইলতলা ইউনিয়ন পরিষদের ২০২০-২১ অর্থবছরের উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভা ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় অনুষ্ঠিত উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় সভাপতিত্ব করেন সোনাইলতলা ইউনিয়ন পরিষদেরর চেয়ারম্যান নারজিনা বেগম । সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবু তাহের হাওলাদার, সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ রাহাত মান্নান ও উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ ইকবাল হোসেন। উন্মুক্ত বাজেট ও পরিকল্পনা সভায় সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম ২০২০-২১ অর্থ বছরের জন্য ১ কোটি ৯৪ লাখ ৫২ হাজার ৪২০ টাকার উদ্বৃত্ত বাজেট ঘোষণা করেন ।সোনাইলতলা ইউপি চেয়ারম্যান নারজিনা বেগম জানান স্বাস্থ্য-শিক্ষা-সুপেয় পানি-জলবায়ু-দুর্যোগ ব্যবস্থাপনা এবং সামাজিক নিরাপত্তা বেষ্টনীমূলক কর্মসুচিকে অগ্রাধিকার দিয়ে ২০২০-২১ অর্থ বছরের বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেট অধিবেশনে ছাত্র-কৃষক-শ্রমিক-স্বাস্থ্যকর্মী-ইমাম-মুক্তিযোদ্ধা-শিক্ষক-সাংবাদিক-সাহিত্যিক-শিল্পী-নারী-উন্নয়ন কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের মুক্ত আলোচনায় অংশগ্রহণ মধ্য দিয়ে সর্ব সম্মতিক্রমে ২০২০-২১ অর্থ্ছরের সোনাইলতলা ইউনিয়ন পরিষদের বাজেট অনুমোদিত হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here