চৌগাছা (যশোর) প্রতিনিধি ॥ যশোরের চৌগাছায় করোনা উপসর্গ নিয়ে আলহাজ¦ শাহাজান আলী (৮১) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও ফুলসারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধূরীর চাচা। গত ৪ জুন ঢাকার নিজ বাসাতে শ^াসকষ্ট অনুভব করলে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।
শুক্রবার রাতে মরহুমর গ্রামের বাড়ি উপজেলার দূর্গাবরকাটি গ্রামে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। জানাজায় চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী, পৌর মেয়র নূর উদ্দিন আল মামুন হিমেলসহ আওয়ামীলীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
মরহুমের ভাতিজা চেয়ারম্যান মেহেদী মাসুদ চৌধুরী বলেন, তিনি বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা পদে চাকুরী করা অবস্থায় অবসরে যান। অবসর সময়ে তিনি ঢাকার বাসতে থাকতেন। বৃহস্পতিবার করোনা উপসর্গ দেখা দিলে হাসপাতালে নেয়ার পথেই তিনি মারা যান।