নিজেস্ব প্রতিবেদক ॥ ঝিকরগাছা পৌর জামায়াতের উদ্যোগে যশোর-২ (চৌগাছা- ঝিকরগাছা) আসনের সাবেক সাংসদ ও জামায়াতের নায়েবে আমির অধ্য মুহাদ্দিস আবু সাঈদ মোহাম্মদ শাহাদাৎ হুসাইন’র কবর জিয়ারত করা হয়েছে। শনিবার সকালে বাঁকড়া দরগাডাঙ্গাতে কবর জিয়ারতের পূর্বে তার জীবনের উপর স্মৃতি চারণ করেন বক্তব্য রাখেন, কেন্দ্রীয় জামায়াতের সূরা সদস্য যশোর জেলা পশ্চিমের সংগ্রামী সেক্রেটারী, ঝিকরগাছা উপজেলা জামায়াতের সাবেক আমীর মাওলানা আরশাদুল আলম, জেলা সূরা ও কর্মপরিষদের সদস্য সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদীন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল আলিম, সাবেক উপজেলা আমীর মাস্টার গোলাম মোস্তফা, মরহুমের বড় ছেলে এ্যাডভোকেট হাবীব কয়সার। স্মৃতি চারণ অনুষ্ঠান সঞ্চালনা করেন পৌর জামায়াতের সংগ্রামী আমীর শেখ আবিদুর রহমান মিলন এবং দোয়া সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের সেক্রেটারী মাওলানা আব্দুল আলিম। এসময় আরও উপস্থিত ছিলেন থানা কর্মপরিষদ ও সূরা সদস্য মাস্টার শেখ আশরাফুল আলম, মাস্টার রাকিব উদ্দিন, বাঁকড়া ইউনিয়ন জামায়াতের আমির আব্দুল খালেক, ছাত্র শিবিরের সভাপতি আল আমিন, সেক্রেটারী আরিফ হাসান, সাবেক শিবির সভাপতি হাবিবুর রহমান তুহিন, সাবেক সেক্রেটারী ওলিয়ার রহমান সহ পৌরসভা জামায়াত শিবিরের অসংখ্য নেতাকর্মী।
উল্লেখ্য সম্প্রতি ৩০ মে শনিবার দুপুর আড়াইটা দিকে ঝিকরগাছা পৌর সদরের পুরন্দরপুরস্থ বাসায় স্ট্রোকে আক্রান্ত হলে তাকে যশোর জিডিএল হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে তিন টার সময় দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পরবর্তীতে রাতেই তার নিজ গ্রামে পারবারিক গৌস্থানে শেষে সমাধি দেওয়া হয়।