মহেশপুর(ঝিনাইদহ)প্রতিনিধি ঃ শুক্রবার ঝিনাইদহের মহেশপুরের পান্তাপাড়া ইউনিয়নে একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, উপজেলার পান্তাপাড়া বেলেমাঠ গ্রামের এক যুবক করোনায় শনাক্ত হয়েছে। সে মহেশপুর হাসপাতালে ভর্তি আছে। এ নিয়ে মহেশপুরে মোট ৩জনের করোনা শনাক্ত হলো। এরমধ্যে ২জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
মহেশপুর হাসপাতালের ইউএচএন্ডএফপিও ডাঃ আঞ্জুমানারা বেগম জানান, গত ৩দিন আগে করোনা উপসর্গ নিয়ে সে মহেশপুর হাসপাতালে চিকিৎসা নিতে আসে। ডাক্তার তার অবস্থা দেখে হাসপাতালে ভর্তি করে এবং নমুনা সংগ্রহ করে ল্যাব টেস্টে পাঠায়। শনিবার তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। সে জানায় সে কিছুদিন আগে নারায়নগঞ্জ জেলার সোনারগাঁ থেকে বেড়িয়ে এসেছে সেখান থেকে সংক্রমিত হয়েছে বলে ধারনা করা হচ্ছে।